নরসিংদী জেলার পলাশ উপজেলায় গত ১০ জুলাই, ২০২৩ তারিখ মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক সমমানের সরকারী মাদ্রাসার ৩০০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিক্ষা সহায়ক উপকরণ ট্যাবলেট বিতরণ করেন পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ মহোদয় । উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: আল আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়। এখানে উল্লেখ্য যে, এটা দ্বিতীয় ধাপে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান। প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিক্ষা সহায়ক উপকরণ ১৪৪ ট্যাবলেট মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক সমমানের সরকারী বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম এবং পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন মহোদয়। অর্থাৎ দুই ধাপে মিলে পলাশ উপজেলায় মোট ৪৪৪ টি ট্যাবলেট বিতরণ করা হয়।।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস